কবিতা
অতীন অভীক
সৃষ্টি দর্শন
মাটিতে আগুন দিলে মাটি-মৃত্যু হয়
আগুনে ফুঁ, বায়ুতে তার মৃত্যু লেখা
বাতাস পেলে পানিও হয় লীন
সেই পানিরও মৃত্যু হয় মাটি পেলে দেখা।
দর্শক
বাসন্তি নাচে কোমরাঙ্গের তালে
নাচতে থাকে হেমাঙ্গ বিশ্বাস এর স্বরমুদ্রায়
মুখস্ত প্রেমে পড়ি তার
এ প্রেম শরীর নয় নৃত্য-মুদ্রার
কেমন করে মুগ্ধ হই কী সে মুগ্ধতা
কারোর সাথেই মেলাতে পারিনা
শিল্প ও শিল্পী
সমান নয় কারো চোখে
কত্থক নৃত্যরতা আশ্চর্য ময়ূরী
ভয়-মিশ্রিত অভিকেন্দ্রীক আস্হায়
নিয়ত ওড়ার মাঝে
গুটিসুটি অভিযোজনে ওড়ে
এইভাবে বেড়ে ওঠে
সে এক শিল্পের সৈনিক
বৃষ্টি প্রপাত পত্রে শুদ্ধতা প্রেমময়
