কবিতা
চঞ্চল নাঈম
চশমা
নিকটের সবকিছু ঝাপসা এখন
শব্দের উৎস থেকে চোখের কষ্ট পর্যন্ত।
নিকট এখন দূরত্বেই চলে
আদতে তুমিই প্রশ্নফাঁস করে
ফ্রেমের ভেতর চোখ বন্দী দ্যাখো
এমনকি হাহাহাহা, হিহিহিহি হাসছো…!
আর আমার অন্ধত্ব নিকট থেকেই বিস্তার লাভ করে
তোমার মৌনতা দৃষ্টিকোণে স্বচ্ছ থাকে।
মুগ্ধতা
না পাওয়ার যন্ত্রণা অনেক গভীরে চলে
ক্ষরণকাল না, দীর্ঘকাল ধরে।
চৈত্রের রৌদ্রে জ্বলে
মৃত্যুও না, শুধু নানান মুগ্ধতা কাজ করে।
তৎক্ষণাৎ
বরং সংক্ষুব্ধ জ্বলে সম্পূর্ণের তৎক্ষণাৎ
প্রচলিত বিজ্ঞাপনের ইউনিকোড
আমাদের কতো দূর ছেড়ে চলে?
স্তব্ধ শেষেও ছোঁ মারে স্বপ্ন ভেদ মন
আরেকটু পুরনো দিনের নিরিবিলি
প্রাকৃতিক সমানুপাত স্তম্ভের দীর্ঘতম স্তব্ধ ভেঙে দেয়
আর, আরেকটা বরং সর্বনাশ-চিহ্ন রাখে
বিস্মৃতির অক্টোপাস শিকারের হাতিয়ার জন্য
দুঃস্বপ্ন ক্ষুধিত করে —
খুব কিছু কাছে তোমার বিস্তীর্ণ অনুযোগ
মৃদু আচমকা ঘন হয়।
ভেতরের ঘটনার ফেরগুলো ফিরে আসে
বর্ষার সুযোগগুলি কান পেতে শুনি
ঝাঁ ঝাঁ করে এবং বরং
নিরিবিলি নিকটের বিষগুলো টেনে নেয়
তোমার শূন্যতা থেকে দিন-রাত স্থির থাকি।
