কবিতা
দেবযানী বসু
শব্দের গোপন ব্যথায়
পাখিরা নিজেদের রঙে ইউভি লাগিয়ে রাখে। রাখা কী জাতীয় অব্যয় নেবে তা দুর্বোধ্য। যে পথে মস্তান নেই সে পথ তো পথ নয়। নাহলে উড়ন্ত নৌকা বগলে মেয়েটি জলতৃষ্ণায় কাতর। বড়লোকদের কেচ্ছায় পারিজাত গন্ধ। দেখলে ব্যক্তিগত ড্রোনের কেরামতিয়া। বড় শব্দটি বিশেষণ হলেও গৌরবের ঘাটতি হবে না। খবরের বরে পৃথিবী হাতের মুঠোয়। জল জমির যুদ্ধ কে কবে থামাতে পারে। হয় এখানে না হয় ওখানে। শুধু কোনখানের মানুষরা আমার মতোই মানুষ বুঝতে পারি না। মহারাজ চিংড়িরা তাপের উর্দ্ধচাপে ঘর ছাড়ছে। মহারাজারা আগে যাক। আমরা কোথায় পালাব? সব ঘর একদিন জতুগৃহ হবে। আশ্বাসে দুলে যাচ্ছে অবোধ শুকতারা গরিব দেশের।
