কবিতা
বইমেলা থেকে ফিরে
পেছনে ফেলে আসছি বইমেলা, মানুষের ভিড়
ভিড় ঠেলে তুমি এসে দাঁড়াচ্ছো রাতের রূপপুরে
প্রথম প্রকাশিত বইয়ের মলাট খুলে শুনছি—
বিদায়ের হুইসেল
এরপরও বহুবার ফিরেছো তুমি বহুবার মলাট খোলার নিঃশব্দে রেখেছি— সমবেদনা
নিরব উন্মাদনা
এই ঘোর বৃষ্টির রাতেও মন পোড়ে!
জানতে ইচ্ছে করে,
কিভাবে তুমি জল ভেঙে বাসায় ফিরলে—
জানলে হয়তো কিছুই না;
কিছুই হয়তো করতে পারবোনা!
পাঠাতে পারবোনা তালের ডুঙা আর বৈঠা।
যোগাযোগের এই তুমুল যুগে দাঁড়িয়েও—
কি নিদারুণ যোগাযোগহীনতায় পার হচ্ছে;
মুহূর্ত, নীরব উন্মাদনা!