কবিতা
ইফতেখার হেলাল
আমার বন্ধু ইফতেখার হেলাল
ওরে মনে পড়ে
এই মনে পড়ার ভেতেরেও সৌন্দর্য থাকে
থাকে নিঃশব্দের পতন
একদিন কাঁটাবন মগজে গাঁজা
হাঁটছি অবাক, তারপর বৃষ্টি
পি,জির চত্ত্বর
আমাদের পুরনো বয়স, দেখা হয়
রাজধানী, এত এত মানুষ, শূন্যস্থান
আমার বন্ধু ইফতেখার হেলাল
কবিতায় যে রেখেছিল কাঁধ
আজানের সন্ধ্যায়, বিষন্নতায়
চোখের বিরাজ ছেয়ে গিয়েছিল
খুউব কাছে যার
এইসব দেখে, মিশে ছেড়েছে শহর
সে কতদিন হয়!
আমি মরে গেলে সে জানবে হয়তো
অনেক দিন পর
নয়তো সে মরে গেলে আমি জানবো অনেক দিন পর
বোধ ও বিবিক্ত
সব মানুষ দাঁড়িয়ে আছে
সব ফেরা আসেনি ফিরে
গাছেদের সীমানা পড়তে জানে না
নিভৃত গ্রাম
একবার বহুবার ভেতরে অকস্মাৎ
সমস্তই অমল
দূর যাত্রা হয়
যেখানে সূর্য স্তনের বাগান
জবাফুল
চিত্রিত জবাফুল
এমন তাকিয়ে থাকায় গেঁথেছি লালে
যেন পৃথিবীর সব শহরে সূর্য লটকানো
বক্ররেখার দাগে
রোদ নুন মুখের মতন
অনেক ফুলে যাচ্ছে ভরে
আর সবুজ অঙ্গে পাতার মঙ্গল
সেজেছে পূর্বেকার নিয়মে