কবিতা
কামমার্গ
নীল পদ্ম ফুলের
নীচে ফণায়ন সাপ
এই বিষের শরীরে
ঝোলে মায়ার রেকাব—
বুকে তোমাকে নিয়েই
জল পদ্মের বনে
আমি ছুটছি অন্ধ
ধী পীরের সন্ধানে…
জল কৃষ্ণ, অতল
ঢেউ আলোর ঝিলিক
শুধু উজানে গিলেই
দেখা দেবেন প্রেমিক—
আমি অশ্ব কামুক
জানি খুঁড়ের আওয়াজ
তবু হাওয়ার সেতারা
ধরে করছি রেওয়াজ
যদি চাঁদের আলোয়
এই জলেই ছায়ায়
জাগে আয়না বদন
জয় গোসাঁই গোসাঁই—
তন্ত্র
ধূর্ত দিন, ব্রাত্য রাত
ছায়ার মতো চিহ্ন রাখে
অস্ত লাল সূর্যটায়
জীবন কই জীবন কই…!
তিক্ত মুখে প্রণয় গান
স্বরূপ সেথা গুপ্ত ফুল
মাঘের শীতে কাঁন্দে বাঘ!
মা বলতেন মা বলতেন—
নিজের দিকে যাচ্ছি ধেয়ে
কারোর দেখা পাই না আমি—
দন্ত বসা ঠোঁটের পাশে
সন্ধ্যা নামে সন্ধ্যা নামে…
কীর্তিহীন চিবুক নিয়ে
শব্দেভরা বুকের বাম
বসন্তের গানের পাখি
উড়ল কেন উড়ল কেন…?
কবর ফুঁড়ে বেরিয়ে গেছে
পীরের দেহ, দেহের সাঁই
দরগা শুধু থাকার আছে
উরস নাই উরস নাই—
তেমন আমি আমার মাঝে
শূণ্যসম একলা গান
শূণ্যে আছে সূচনা পথ
মা বলতেন মা বলতেন…