কবিতা
নিস্তব্ধ মনের প্রাচীনরেখা
১
ইতিহাস আরো গাঢ় হলে
প্রকৃতি স্বচ্ছতা হারিয়ে ফ্যালে
লুব্ধ পোশাকের ভেতর ঢুকে আছে
গতজন্মের স্থাপত্য
২
বেফাঁস নীলের বুকে হাত রাখি
অনুভূতির ফুলকা আরো তীব্র হয়
দ্বিভাষিক চিত্রের সংসার
মৃতৈক দুটো মানুষ
তবুও ছোপ ছোপ রাগক্ষয়ের আড়ালে
গড়ে ওঠে জোড় সংখ্যার বই
৩
চিরুনির ফাঁক গোনে আমাদের না লেখা বিকেল
ছিপছিপে যাপনের গায়ে এখনও
মনের পচা গন্ধ লেগে আছে
পাল্টে যাওয়া সেই মানুষের কাছে
আলপনার লিপি পড়ে থাকে
যার কোনো উত্তাপ নেই
৪
আঁচলে বেঁধে রাখা অন্ধকার
ফেটে পড়ে জেগে থাকা সূর্যমুখীর উপর
ছিটমহলের শহুরে আলাপে
ভেসে আসে হেমন্তের কথোপকথন
৫
তোমাকে ডাকতে গিয়ে মেদহীন সমুদ্রের মতো ধ্বনি ক্ষয় হয়
শুধু বেঁচে আছি নখের কোণায় লেগে থাকা ভাতের সৌন্দর্যের মতো,
একমুঠো গড়িয়ে পড়া জোনাকির আলো দেখবো বলে