কবিতা
ব্যালেন্স
যে জানালায় বাতাস বেশি
সেখানে বৃষ্টির ছাঁটও আসে
উৎপলকুমার বসু
তুমি আমার স্বপ্নে পাওয়া ড্রাগ
স্পর্শ করি নেশার অধিকারে
ভ্রম
আমি তোমারে বোভ্যোয়া ভাবছিলাম
কিন্তু তুমি তো আসলে তসলিমা নাসরিন
সুকান্ত ভট্টাচার্য
ফ্যাসিবাদ স্পন্দিত গ্রহে
মনে হয় আমিই স্টালিন
এক্টিভিজম
জানো ওখানে গাছ কাটা হচ্ছে
চলো না আমরা একটু পোতিবাদ কোরি