কবিতা
মাসুদার রহমান
তরমুজ
বিস্তীর্ণ বনভূমি- গাছের ফাঁকে ফাঁকে পায়ে চলা
পথ
কেউ বাইক চালিয়ে যাচ্ছে
তীব্র ছুরি গমণের পথে সবুজ তরমুজ
দুই খণ্ড হয়ে পড়লো ডাইনিং টেবিলের ওপর
সাম্প্রতিক কবিতা
একজন খোঁড়া, অন্যজন অন্ধ
মহাসড়কে দুই ভিখারী পথ দেখাচ্ছে একে অন্যকে
ওরা কোথায় গিয়ে পৌঁছে এই নিয়ে
ভাবছেন দেশে দেশে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
এমন কী রাষ্ট্রসংঘ
